The real world is here... for the imagination go there Figments of Imagination

Wednesday, May 25, 2011

"জীবন যখন যেমন"

আমি যখন ছোট ছিলাম, তখন ছোটকাকু একটা বই কিনেছিল | বই টা নিশ্চই বড়দের জন্যে - কারণ আমি ২-৩ লিনে পড়ে ওটার উপর কোনো আগ্রহ বোধ করিনি | তাছাড়া বইয়ের প্রচ্ছদে ছাড়া কোনো ছবিও ছিল না ! কিন্তু বইটার প্রচ্ছদের সেই ছবিটা আমার খবু ভালো লাগত | তিনটে মানুষের ছবি | এক চাকুরে ভদ্রলোক (ঠিক মনে পড়ছে না এই ছবি টা ), এক জিয়ানস পরা তরুণ আর এক শাড়ি পরা নারী | ছবি গুলো line drawing করে আঁকা | যতদুর মনে লাল আর নীল রং দিয়ে আঁকা | তিনটি ছবি তিনটি box এ | উপরে তিত্লে তাও মানানসই লাল নীল এ "জীবন যখন যেমন" |

বইটা অনেক দিন আমার গল্পের বইয়ের তাক এর একপাশে নিতান্ত অবহেলায় পড়ে ছিল | পড়ে যখন বড়দের ব্যাপার গুলো একটু বুঝতে শিখেছি তখন সেই বইটা আর একবার পরার চেষ্টা করেছিলাম | বেশ অনেকগুলো ছোট ছোট গল্প ছিল | সেগুলো connected কিনা সেটা বোঝার চেষ্টা করি নি | যেই জায়াগাটা ভালো লাগে নি সেটা বাদ দিয়ে চলে গেছি | তবে কিছু জায়গা পড়ে খুব জোর হেসেছি | অনেক কিছু এমন জিনিস ছিল সেই বইটায় যেগুলো রীতিমত ১৮+ | সেগুলো পড়ে শিরদাঁড়া দিয়ে একটা অজানা শিহরণ খেলে গেছিল সেই মুহুর্তে | তারপর সেই বইটা ভুলে গিয়েছিলাম | অনাদরে অবহেলায় সেই বই হারিয়েও গেছে আজ |

অদ্ভুদ তীব্র sattire  এর বই ছিল একটা | লেখক তীব্র তির্যক আক্রমন করেছিলেন সমাজ এর একটা মুখোশ কে যেটা সুযোগ পেলেই খসে পড়ে | যত বড় হয়েছি সেই বইয়ের যেটুকু পরেছি সেগুলো সত্যি বলে বুঝতে পেরেছি | লেখকের নাম মনে নেই | যদি এই ব্লগ দেখে কোনো পুস্তক প্রেমী আমাকে বইটার সন্ধান দেয় তো একবার কেনার চেষ্টা করে দেখব বলে ভাবছি | এখনো জানিনা আমি বইটার নামের সঙ্গে অন্য কোনো বইয়ের content মিশিয়ে ফেলছি কিনা !! কিন্তু মিশিয়ে ফেলি আর নাই ফেলি এটুকু বুঝি "জীবন যখন যেমন" তখন তেমনই পথে চলতে হয় | নইলে কপালে দুঃখ আছে গুরু |

Tuesday, May 3, 2011

The seat for disabled


Everyday I take the bus DN/2 or DN46 for going to office. Today was no different. Soon after I got into the semi-crowded bus, a guy with a short leg got in.

Now every bus has a couple of seats reserved for the disabled persons. One of those seats was empty and the other occupied by a middle aged gentleman(!!). The guy occupied the seat he deserved. More people were getting into bus and after a few stoppages, another guy with crutches boarded the bus. He had a leg cut off below the knee. Naturally  he went towards the reserved seat.

Traditionally the able man would now get up and let the other guy sit. But to everyone's surprise the man refused to stand up. And then people saw the chivalry. The gentleman with the shorter leg stood up and allowed the second person to seat. Though he soon almost immediately found a seat left by another gentleman who would get down two stoppages later.

Watching the whole incident from the backseat was like watching what men have become!