আমি যখন ছোট ছিলাম, তখন ছোটকাকু একটা বই কিনেছিল | বই টা নিশ্চই বড়দের জন্যে - কারণ আমি ২-৩ লিনে পড়ে ওটার উপর কোনো আগ্রহ বোধ করিনি | তাছাড়া বইয়ের প্রচ্ছদে ছাড়া কোনো ছবিও ছিল না ! কিন্তু বইটার প্রচ্ছদের সেই ছবিটা আমার খবু ভালো লাগত | তিনটে মানুষের ছবি | এক চাকুরে ভদ্রলোক (ঠিক মনে পড়ছে না এই ছবি টা ), এক জিয়ানস পরা তরুণ আর এক শাড়ি পরা নারী | ছবি গুলো line drawing করে আঁকা | যতদুর মনে লাল আর নীল রং দিয়ে আঁকা | তিনটি ছবি তিনটি box এ | উপরে তিত্লে তাও মানানসই লাল নীল এ "জীবন যখন যেমন" |
বইটা অনেক দিন আমার গল্পের বইয়ের তাক এর একপাশে নিতান্ত অবহেলায় পড়ে ছিল | পড়ে যখন বড়দের ব্যাপার গুলো একটু বুঝতে শিখেছি তখন সেই বইটা আর একবার পরার চেষ্টা করেছিলাম | বেশ অনেকগুলো ছোট ছোট গল্প ছিল | সেগুলো connected কিনা সেটা বোঝার চেষ্টা করি নি | যেই জায়াগাটা ভালো লাগে নি সেটা বাদ দিয়ে চলে গেছি | তবে কিছু জায়গা পড়ে খুব জোর হেসেছি | অনেক কিছু এমন জিনিস ছিল সেই বইটায় যেগুলো রীতিমত ১৮+ | সেগুলো পড়ে শিরদাঁড়া দিয়ে একটা অজানা শিহরণ খেলে গেছিল সেই মুহুর্তে | তারপর সেই বইটা ভুলে গিয়েছিলাম | অনাদরে অবহেলায় সেই বই হারিয়েও গেছে আজ |
অদ্ভুদ তীব্র sattire এর বই ছিল একটা | লেখক তীব্র তির্যক আক্রমন করেছিলেন সমাজ এর একটা মুখোশ কে যেটা সুযোগ পেলেই খসে পড়ে | যত বড় হয়েছি সেই বইয়ের যেটুকু পরেছি সেগুলো সত্যি বলে বুঝতে পেরেছি | লেখকের নাম মনে নেই | যদি এই ব্লগ দেখে কোনো পুস্তক প্রেমী আমাকে বইটার সন্ধান দেয় তো একবার কেনার চেষ্টা করে দেখব বলে ভাবছি | এখনো জানিনা আমি বইটার নামের সঙ্গে অন্য কোনো বইয়ের content মিশিয়ে ফেলছি কিনা !! কিন্তু মিশিয়ে ফেলি আর নাই ফেলি এটুকু বুঝি "জীবন যখন যেমন" তখন তেমনই পথে চলতে হয় | নইলে কপালে দুঃখ আছে গুরু |
বইটা অনেক দিন আমার গল্পের বইয়ের তাক এর একপাশে নিতান্ত অবহেলায় পড়ে ছিল | পড়ে যখন বড়দের ব্যাপার গুলো একটু বুঝতে শিখেছি তখন সেই বইটা আর একবার পরার চেষ্টা করেছিলাম | বেশ অনেকগুলো ছোট ছোট গল্প ছিল | সেগুলো connected কিনা সেটা বোঝার চেষ্টা করি নি | যেই জায়াগাটা ভালো লাগে নি সেটা বাদ দিয়ে চলে গেছি | তবে কিছু জায়গা পড়ে খুব জোর হেসেছি | অনেক কিছু এমন জিনিস ছিল সেই বইটায় যেগুলো রীতিমত ১৮+ | সেগুলো পড়ে শিরদাঁড়া দিয়ে একটা অজানা শিহরণ খেলে গেছিল সেই মুহুর্তে | তারপর সেই বইটা ভুলে গিয়েছিলাম | অনাদরে অবহেলায় সেই বই হারিয়েও গেছে আজ |
অদ্ভুদ তীব্র sattire এর বই ছিল একটা | লেখক তীব্র তির্যক আক্রমন করেছিলেন সমাজ এর একটা মুখোশ কে যেটা সুযোগ পেলেই খসে পড়ে | যত বড় হয়েছি সেই বইয়ের যেটুকু পরেছি সেগুলো সত্যি বলে বুঝতে পেরেছি | লেখকের নাম মনে নেই | যদি এই ব্লগ দেখে কোনো পুস্তক প্রেমী আমাকে বইটার সন্ধান দেয় তো একবার কেনার চেষ্টা করে দেখব বলে ভাবছি | এখনো জানিনা আমি বইটার নামের সঙ্গে অন্য কোনো বইয়ের content মিশিয়ে ফেলছি কিনা !! কিন্তু মিশিয়ে ফেলি আর নাই ফেলি এটুকু বুঝি "জীবন যখন যেমন" তখন তেমনই পথে চলতে হয় | নইলে কপালে দুঃখ আছে গুরু |