The real world is here... for the imagination go there Figments of Imagination

Monday, June 3, 2013

A letter removed

অনেক দিন ধরে শুধুই পড়ছি, কিন্তু কিছু লিখছি না । কেন জানিনা লেখার ও আঁকার উৎসাহটা  হারিয়ে ফেলেছি । আর এখন ব্লগে লিখতে গিয়ে আবিষ্কার করলাম যে এখানে কেন জানি না খন্ড ত (ৎ ) জিনিস টা সহজে লেখা যায় না । আমার নিজের নামের শেষে একটা বেশ বড় সর ৎ আছে (বড় সর বলছি কেননা আমি এটাকে বেশ বড় করে লিখি :P ); তাই যখন শুনি কেউ বলছে ৎ টা একটা বর্ণ যেটা বাংলা বর্ণমালা থেকে বাদ দেওয়া যায়, তখন মনটা ভারী খারাপ হয়ে যায় । ঠিক যেমন তুমি সারা বছর টীম এর সঙ্গে ঘুরেও একটিও খেলার সুযোগ না পেয়ে টীম থেকে বাদ পরে যাও বাজে (!) খেলার জন্যে, অনেকটা সেরকম ব্যাপার । কিছু বড় সর লোক বানান ভুল করছে বলে একটা বানানের রীতিটাই পাল্টে দাও -  এটা অত্যন্ত অন্যায় আবদার । তবে যুগের সাথে সবকিছুই যে পাল্টে যেতে বাধ্য সেটা তো ঠিক । কিন্তু এই পাল্টানোটা হওয়া উচিত ছিল একটা চিরন্তন প্রবাহের মধ্য দিয়ে, কারো খামখেয়ালীর জন্যে নয় । জানিনা এইটুকু লেখাতে আমি কত বানান ভুল করেছি, কিন্তু ছেলেবেলায় ভুল বানান ভুলের জন্যে মায়ের কাছে বকা খেয়ে যে দুঃখ হত, ৎ বাদ পরে গেলে হয়তো তার চেয়েও বেশি দুঃখ হবে । হয়তো  বলছি কারণ ততদিনে আমার এই ছোট্ট প্রেমটা আর নাও বেঁচে থাকতে পারে । আমি অন্য সবার মত বাংলায় নাম লিখতে ভুলে যেতে পারি । অনেকে বাঘা বাঙালির মত বাংলা ছেড়ে একটা অদ্ভুদ বাংলা, হিন্দি, ইংরেজি ও ইদানিং কালে তামিল মিশ্রিত ভাষায় কথা বলতে শিখে যেটা পারি ।
সত্যি ভাষা বড় অদ্ভুদ জিনিস । মানুষ ভাষা আবিষ্কার করেছিল মনের ভাব প্রকাশ করার জন্যে না মনের ভাব লুকিয়ে রাখার জন্যে সেটা নিয়ে সত্যি মাঝে মধ্যে খুব সন্দেহ হয় । কোন একটা কল্পবিজ্ঞানের গল্পে পরেছিলাম যে ভবিষ্যত পৃথিবীর ভাষা হয়েছে একটা ইংরেজি, আরবী, হিন্দি আর চৈনিক মিশ্রিত ভাষা । ভারত আর চীনের জনসংখ্যা ও মুসলিমদের প্রধান ভাষা । গল্পটা মনে নেই, কিন্তু এই ভাষার ব্যাপার টা খাপছাড়া ভাবেই মনে পরে গেল ভাষা নিয়ে লিখতে বসে ।
হায়! বাংলা ভাষা ! তোমারই জন্যে কিছু লোক রক্ত ঝরিয়েছিল !