এখানের সব কথা কালিদাস এর লেখা নয়, বা বলা ও নয় | সব কথা কি হয়ত কোনো কোথায় নয় | তবে "কহেন কবি কালিদাস" কেন ? এখানে আমি নিজে কালিদাস হওয়ার চেষ্টা চালিয়েছি | কিন্তু সত্যি সত্যি তো হওয়ার সাধ্য নেই তাই টুকলি মেরেছি যখন যেখান থেকে পেরেছি ! এখন বাঙ্গালোরে ভরা বর্ষা | সুয্যি মামা তো ডুব দিয়েছেন সেই কোন মেঘের আড়ালে | কাপড় ধুয়ে শোকানো হয়ে গেছে মহা গেনজাম এর ব্যপার | কিন্তু সে সব এ তো আর কবিত্ব আসে না | office এর কাঁচের জানালা দিয়ে মাঝে মধ্যে বাইরে তাকিয়ে যখন মেঘলা আকাশ দেখি তখন হয়ত বা মনে হয় কবিতার খাতা নিয়ে প্রেয়সীর মুখের ওপর মেঘে চাপা সূর্যের যে নরম ছায়াহীন আলো এসে পড়েছে তার বর্ণনা করি | কিন্তু কবি কবি ভাব থাকলে ও ছন্দ বলে যে একটা জিনিস আছে সেটা আমার মাথা থেকে কিছুতেই বের হয় না | তখন আদর এর সাথে বাঁদর এর মিল দিয়ে কাব্য রচনার প্রয়াস করতে হয় | সে যে কবিতা লেখা হয় তা পড়লে, আমার বউ আমাকে সোহাগ করে ইলিশ আর খিচুরী রেঁধে দেবার বদলে ঝাটা নিয়ে তাড়া করবে | তাই এই বর্ষায় কাব্য চর্চা মাথায় তুলে কোমর বেঁধে লেগেছি technical পড়াশোনা নিয়ে | আর কিছু না হোক চাকরি তে উন্নতি তো হবে !
কবিতা গুলো আর এ যাত্রায় ছাপালাম না | সেটা পরের বারের জন্যে তলা রইলো |
Sorry for all my non-Bengali readers. This post couldn't be written in any other language.
No comments:
Post a Comment
Write what u think