The real world is here... for the imagination go there Figments of Imagination

Sunday, September 30, 2012

Misir Ali

I know that almost all of my friends are completely unaware of this character. So I need to first introduce him. Misir Ali is a character of a series of novels written by the Late Bangaldeshi author Humayun Ahmed. He happen to be one of my favorite writers, so I just went about collecting his books and reading them.

Somehow this article or thought is not written for the people who might get the link directly, but for those fans of Misir Ali who will look for him in the internet. Wikipedia has a fine article about him, but somehow I found that little incomplete and wrong and decided write my own thoughts here.

Misir Ali as we know is a lecturer of abnormal psychology in Dhaka University and is very logical person with immense pride in his knowledge, though he is the one quietly accept the limitations of human knowledge and boundaries. As the series progresses we see him losing his job, his health getting from bad to worse, his memory failing him, he is getting more irritated by people around him and he is always thinking about imminent death, which is mostly symbolized by a Church bell ringing or train coming to pick you up.

Misir Ali heavily conflicts with the other major character of Humayun Ahmed - Himalaya aka Himu - a young man in yellow kurta without any pocket. They together define two completely polar opposites of human nature. Misir Ali shows the old age and failing health, while Himu is almost always young and healthy. One has very high logic while the other has a high ESP. Though they both help people with problems, but the method of solving varies drastically, with Misir Ali employing logic and deductive reasoning almost in the manner of any Sherlock Holmes style detective and Himu resting solely on chance events and his ESP and charm of character.

Misir Ali is actually a detective in most of his cases, that come to him by chance or by request from clientsl albeit the problems being of abnormal in nature which we would easily associate with supernatural. There is an exception in the case of "Misir Alir Amimangsito Rahasya (The Unsolved Mystery of Misir Ali)", where it is about a murder which was taken as a suicide with no paranormal events happening when Misir Ali starts his investigation. Although there is a heavy dependance of logic and psychology to explain the abnormal phenomena happening in each of the plots, but there are always some chance events, too, helping Misir Ali. And in many cases there is an open acceptance of different mental abilities like telepathy, telekinesis and mind reading capabilities of some particular persons. And almost nowhere the supernatural is completely frowned upon. Infact in Misir Ali's own words, there is super natural, and we don't know how to explain them. But one day for sure we will know how to explain them and they will not remain super natural any more. In his words, the nature doesn't like mysteries but works in a mysterious way, which is out of human comprehension. This is where I start liking the character.

Tuesday, September 4, 2012

Bahon bhede

বাহন ভেদে 

উত্তম বাবু (নাম তা Generic) বাস এ চেপে অফিসে যাচ্ছেন। ভালো আয় সত্তেও তিনি বাস এ চেপে অফিসে যাওয়া পছন্দ করেন । এর প্রথম কারণ হলো বহুদিনের অভ্যেস; আর দ্বিতীয় কারণ হলো বহু মানুষের সাথে মেলামেশার সুযোগ (! এটা তিনি তার সহকর্মীদের বলে থাকেন)। আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে । রাস্তায় তাই বলে যান বাহনের সংখ্যা কম নয় । তবুও কোনো এক অজ্ঞাত কারণে আজ বাস এ প্রচন্ড ভিড় ।বৃষ্টির জন্যে সব জানালাই বন্ধ । কে আর সাধ করে বৃষ্টির ছাঁটে ভিজতে চায় ! কিন্তু এতে বাস এর মধ্যে দাড়িয়ে থাকা পেসেন্জারের অবস্থা শোচনীয় । লোকে বৃষ্টিতে না ভিজে ঘামে ভিজছে । উত্তম বাবু এসব সময়ে একটু নেতৃত্ব দিতে পছন্দ করেন ।
"ও দাদা জানলা একটু খুলুন না ।"
"আরে বৃষ্টি আসছে তো !"
"ও আর বৃষ্টি ! ভেতরে তো আমরা সেদ্ধ হয়ে গেলুম । আমাদের কথাও একটু ভাবুন ।"
বাস এ সমর্থক এর অভাব হলো না । 
"আরে দাদা একটু না হয় ভিজলেন এই বৃষ্টি তে ।"
"বৃষ্টির দিনে শুকনো থাকলে মানায় না দাদা ।"
কথায় কাজ হলো একটি একটি করে প্রায় সব কটি জানলাই খুলে গেল ।

আজও বৃষ্টি পড়ছে । তবে আগের দিনের চেয়ে অনেক কম । কিন্তু বাস এর ভিড় যথারীতি । তবে আজ উত্তম বাবু জানলার ধরে সিট পেয়ে গেছেন । বসা মাত্রই তিনি ঝটপট জানলা বন্ধ করে দিলেন । কি দরকার বৃষ্টি তে ভেজার? সর্দি লেগে গেলে, ব্যাস হয়ে গেল । পাসে বসা ছেলেটি ঘেমে স্নান হয়ে যাচ্ছিল । ঘামছে প্রায় সবাই । ছেলেটি দুবার উত্তম বাবুর দিকে তাকালো । তারপর বলে উঠলো,
"কাকু, জানলা তো একটু খুলুন না । এমন কিছু বৃষ্টি তো পড়ছে না ।"
"হুঃ! বৃষ্টিতে ভিজে আমার সর্দি লাগলে কি তুমি ওষুধ কিনে দেবে হে ছোকরা ?"
"তাহলে আপনি এধারে এসে বসুন আমি জানলার ধরে বসে বৃষ্টিতে ভিজি ।"
বাস এ ছোট্ট  একটা হাসির কলরোল শোনা গেল ।
"আজ কাল কার ছেলে ছোকরারা বড় অসভ্য হয়ে গেছে । জানলার সিট কেউ ছাড়ে নাকি ! মামা বাড়ির আবদার !"
ছেলেটি অসভ্য হলেও হয়ত কলহপ্রিয় নয় । তাই ঘটনার এখানেই পরিসমাপ্তি হলো।

 ৩
 বৃষ্টি থেমেছে । উত্তম বাবু জানলা খুলেছেন । ছেলেটি বুক ভরে নিশ্বাস নিছে । কিন্তু সুখ যে বেশিক্ষণের নয় । গাড়ি সিগনাল এ দাঁড়িয়ে । এর ফাঁকে একটি মোটর সাইকেল বাস আর পাশে দাঁড়িয়ে থাকা টাটা সুমোর মাঝে এসে দাঁড়ালো । সিগনাল খোলার সঙ্গে সঙ্গে বাস আর এগুতে পারল না । মোটর সাইকেল আরোহী কে জায়গা দিতে হলো । নয়তো বেচারা চাপা পরে যেত । বাস এর ড্রাইভার একটা অশ্র্যব্য গালাগাল দিয়ে আবার বাস চালাতে শুরু করলো । উত্তম বাবু থাকতে পারলেন না ।
"এদের কি কোনো কান্ডজ্ঞান নেই । বাপের পয়সায় একটা বাইক কিনেছে । এবার গাড়ির মাঝখানে ঢুকিয়ে দে । এত তাড়া কিসের বাপু? এক্সিডেন্ট হলে তো বাস ড্রাইভার এর দোষ!"

আজ উত্তম বাবুর একটু তাড়া আছে । ছেলের বাইকের পিছনে চেপে যাচ্ছেন । যথারীতি ট্রাফিক জ্যাম । ছেলে বাইকের উপকারিতা বোঝানোর জন্যে বাস ট্রাক এর ফাঁক দিয়ে মটর সাইকেলটা একদম সামনে নিয়ে এলো। দাঁড়ালো একটা বাস আর একটা সুমোর মাঝখানে । সিগনাল হওয়ার পর হুশ করে সামনে এগিয়ে গেল । বাসটা এগোতে গিয়ে প্রচন্ড জোরে ব্রেক করে এক্সিডেন্ট হওয়াটা আটকালো । মুখে ছুটে এলো গালির তোড় । উত্তম বাবু ও ছাড়লেন না ।
"এই ভদ্র ভাষায় কথা বল । ঠিকঠাক দেখে বাস চালাতে পারো না । যত্ত সব মাতাল !"

Monday, September 3, 2012

Footbal or and Cricket

I'm writing after a long time. And this time in anguish.

Well, there are too many articles on the net written by Sachin fans in anguish of his recent drop in form. All the newspapers are publishing long and short stories about India's recent test series win, whether Dhoni is doing good captaincy, Kohli is a star, Raina should stay or leave, Rohit Sharma is a star who somehow doesn't shine, what Sachin is thinking or what the selectors are thinking...

Too many articles flooded the news, the blogs, but I didn't see a single article on India's Nehru Cup win on the same time frame. A hat-trick! India did it big time by holding up a once fearsome footballing nation with players of twice the size than ours! A team ranked about a 100 ranks higher than India!

But what did ours footballers get from the win? Did the country celebrate? I saw only a few post in FB of India's victory in football compared to a sea of comments by so called Cricket Specialist on the test series. That's really sad. It hurts more because I've a love for the wild game, played by men. Indeed it hurts more when you see India's loss in cricket or even a small cricket matches by school kids are highlighted in the first pages of the newspaper while the other sports get only a side column in the inside pages even if they emerge World Champions!

Hope this cricket crazy nation someday pay due respect to other games, too.