The real world is here... for the imagination go there Figments of Imagination

Wednesday, August 10, 2011

A poem

নিঝুম শান্ত রাত নয়;
এমনি এক সাধারণ ব্যস্ততার সন্ধ্যায়
নীরব আকুতি জেগে ওঠে দু'টি প্রাণে |

এমনি এক অস্থির মাতাল সময়
দু'টি প্রাণ এক হয়ে মিশে যেতে চায় |

এমনি শীতের কোন ভোরে
একটু উষ্ণতার জন্য
হতে হাত রাখে |

অথবা কুয়াশাচ্ছন্ন ঝড়ো হাওয়া বওয়া
কোন স্বচ্ছ পূর্নিমার রাতে -
থরে থরে জোছনা যখন
আলোকিত করে রাত জাগা পাখিদের ডানা,
আশায় আশায় বসে থাকে দু'টি প্রেমিক হৃদয়,

"কখন তোমার আসবে টেলিফোন?"

wrote this poem when I was posted in Bangalore. I used to wait for a call every night :P

No comments:

Post a Comment

Write what u think